বিয়ে করলেন ক্রিকেটার সোহান

বিয়ে করলেন জাতীয় দলের ক্রিকেটার নুরুল হাসান সোহান। দীর্ঘদিন প্রেম করার পর প্রেমিকা তাসনিম ইসলাম লিসাকে বউ করে ঘরে তুললেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান।
শুক্রবার খুলনা শহরের একটি অভিজাত ক্লাবে অনুষ্ঠিত হয় সোহান-লিসার বিয়ের অনুষ্ঠান।
বিয়েতে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন, অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, ইমরুল কায়েসসহ জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে ইংল্যান্ড যাওয়ার এক সপ্তাহ আগেই দুজনের মধ্যে আংটি বদল করা হয়। তখনই বিয়ের দিন-তারিখ ঠিক করা হয়। দুই পরিবারের সম্মতিতেই অনুষ্ঠিত হয়েছে এই বিয়ে।
সোহানের স্ত্রী তাসনিম ইসলাম লিসার বাবা একজন ব্যবসায়ী। সোহান এবং লিসার পরিবারের সঙ্গে পরিচয় আগে থেকেই। সে থেকে তাদের দুজনের পরিচয়ও দীর্ঘদিনের। একসঙ্গে পড়ালেখা, কলেজ এবং বিশ্ববিদ্যালয় জীবনও পার করলেন তারা দুজন। সোহান-লিসা একসঙ্গে পড়ালেখা করেছেন খুলনার সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ এবং খুলনা নর্দার্ন বিশ্ববিদ্যালয়ে।
উল্লেখ্য, ২৩ বছর বয়সী সোহান এখনও জাতীয় দলে নিয়মিত হতে পারেননি। নিয়মিত উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম ইনজুরিতে পড়লে খেলার সুযোগ পান সোহান।
সোহান স্ট্যান্ডবাই হিসেবে ছিলেন সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও। তবে কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি এ ডানহাতি ব্যাটসম্যানের।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন


















