বিয়ে করেই স্ত্রীকে ৫০ হাজার টাকায় বিক্রি করে দিলেন স্বামী
বিয়ে করেই স্ত্রীকে বিক্রি! ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের মালাদে। ১৪ বছরের এক নাবালিকাকে বিয়ের পর নগদ ৫০ হাজার টাকার বিনিময়ে বেঁচে দিলেন তার স্বামী। পরে জখম অবস্থায় রাস্তা থেকে উদ্ধার করা হয় ওই কিশোরীকে।
কিশোরীর অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করেছে মুম্বাই পুলিশ। তবে অভিযুক্ত ব্যক্তিকে এখনো আটক করতে পারেনি তারা।
পুলিশ জানিয়েছে, ঐ কিশোরী দিল্লির বাসিন্দা। বাবা-মা নেই। ছোটবেলা থেকে দিল্লির একটি অনাথ আশ্রমে বড় হয়েছে। বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে মাস খানেক আগে এক আত্মীয় অনাথ আশ্রম থেকে ছাড়িয়ে আনে তাকে। তারপর দিল্লিবাসী এক ব্যক্তির সঙ্গে জোরজবরদস্তি তার বিয়ে দিয়ে দেয়।
পরের কয়েক মাস দিল্লিতে স্বামীর সঙ্গেই ছিল ওই মেয়ে। তারপর চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাকে মুম্বাই নিয়ে আসে অভিযুক্ত। এর পরেই ৫০ হাজার টাকার বিনিময়ে এক মহিলার কাছে তাকে বেঁচে দেয়।
এরপর আর তার সাথে কোন যোগাযোগ রাখেনি ওই ব্যক্তি। নতুন জায়গায় বন্দী অবস্থায় তীব্র শারীরিক নির্যাতনের শিকার হয় সে। অবশেষে বাড়ির দারোয়ানদের সহায়তায় উদ্ধার পায় সে। কিন্তু অপরিচিত শহরে ঘুরপাক খাওয়ার পর পুলিশ যখন তাকে উদ্ধার করে তখন তার শরীরে জখমের চিহ্ন পাওয়া যায়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন