বীরগঞ্জের সাদা মনের মানুষ সোহেল আহমেদকে সংবর্ধনা
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বীরগঞ্জের সোহেল আহমেদ কে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ সংবর্ধনা প্রদান করা হয়।
গত ৩রা নভেম্বর প্রথম আলো পত্রিকার অংগ সংগঠন প্রথম আলো বন্ধুসভা আয়োজিত ইয়ুথ এ্যাপ্রেইসিং নামক অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
উল্লেখ্য গত এক যুগেরও বেশি সময় ধরে সোহেল আহমেদ দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা ও এর আশেপাশের গরীব-দুস্থ,আদিবাসী, মানষিক ও শারীরিক বিকলাঙ্গ, হরিজনসহ বিভিন্ন নিপীড়িত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।বিভিন্ন চর্ম রোগী যাদের সমাজ ঘৃণার চোখে তাকায় তিনি তাদের আপন করেছেন।পাশাপাশি তিনি বেশকিছু গরীব মেধাবী শিক্ষার্থীর পড়াশোনার খরচ চালিয়ে যাচ্ছেন আাড়ালে।
আয়োজকদের সাথে কথা বললে তারা জানান বন্ধুসভা সবসময় ভালো কাজ করে এবং মানুষকে ভালো কাজকে অনুপ্রাণিত করে।তারই ধারাবাহিকতায় আমরা এ ধরণের উদ্যোগ নিয়েছি।যাতে করে সকলেই এধরণের কাজে আগ্রহী হয়।
এ ব্যাপারে সোহেল আহমেদ এর কাছে জানতে চাইলে তিনি জানান, এ ধরনের সংবর্ধনা তার প্রত্যাশা কে ছাড়িয়ে গেছে।নিজেকে অনেক ক্ষুদ্র মানুষ দাবি করে তিনি বলেন আমার এই মঞ্চে আসা তখনই স্বার্থক হবে যখন সমাজে আরো দশজন মানুষ এ ধরনের কাজে নিজেকে নিবেদিতপ্রাণ করবে।
উক্ত অনুষ্ঠানে চিফ স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক।বিশ্ববিদ্যালয়ের শতশত শিক্ষার্থীর উপস্থিতিতে মুহুর্মুহু করতালির মাধ্যমে তাকে অভিবাদন জানানো হয়।হাবিপ্রবি বন্ধুসভার সভাপতি বন্ধু আশিকুর রহমান তার হাতে এ পুরস্কার তুলে দেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন