বীরগঞ্জে দিনব্যাপী আদিবাসী মেলা অনুষ্ঠিত হয়েছে

সোহেল আহমেদ, বীরগঞ্জ, দিনাজপুর: আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে দিনব্যাপী আদিবাসী মেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা সিভিল সোসাইটি অর্গানাইজেশন
এবং বীরগঞ্জ থানা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির
আয়োজনে মানব কল্যাণ পরিষদ ও নেট্জ বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত অহিংসা প্রকল্পের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্ত¡রে অনুষ্ঠিত আদিবাসী মেলার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানার সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি রাজ কুমার বিশ্বাস, বীরগঞ্জ থানার ওসি মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা
নিবেদিতা দাস, বীরগঞ্জ থানা আদিবাসী সমাজ উন্নয়ন
সমিতির সভাপতি শীতল মার্ডি, অহিংসা প্রকল্পের প্রোগ্রাম
ডিরেক্টর রাশেদুল আলম লিটন, প্রকল্প সমন্বয়কারী মোঃ রহমতুল্লা প্রমুখ।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মেলায় অংশগ্রহণকারী স্টল পরিদর্শন করেন। মেলায় ৮টি স্টলে আদিবাসীদের ঐতিহ্যবাহী নিত্য ব্যবহার্য জিনিস, গহণা, খাবারসহ তাদের সংস্কৃতি তুলে ধরা হয়। শেষে আদিবাসীদের অংশগ্রহণে আদিবাসী নৃত্য ও সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘোষনা করা হয়।