বীর নিবাস কাজে বাঁধা থানায় অভিযোগ
লালমনিরহাটের কালীগঞ্জে এক বীর মুক্তিযোদ্ধা পরিবারকে হুমকি, নানাভাবে হয়রানি ও বীর নিবাস নির্মাণ কাজে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে।
সরেজমিন গিয়ে জানা যায়, কালীগঞ্জ
উপজেলায় ৪৫ টি অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা পরিবারের বীর নিবাস নির্মাণ কাজ। এরই মধ্যে বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী (৬৮) তার মুক্তিযোদ্ধার বাড়ীতে (পরিচিতি নম্বর ০১৫২০০০০১৫৭) বীর নিবাস নির্মান কাজে বাধাপ্রদান সহ তার পরিবারকে হুমকি প্রদানের অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, অসচ্ছল মুক্তিযোদ্ধা মোবারক আলীর নিজ ভোগ- দখলীয় জমিতে সরকারী বীর নিবাস নির্মান কাজ চলমান অবস্থায় গত ৫ ই এপ্রিল সকাল ৯ ঘটিকার সময় তারই আপন সহদর ভাই রেজাউল করিম (৫৫) ও তার লোকজন বীর নিবাস নির্মান কাজে নিয়োজিত শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে বীর নিবাস নির্মান কাজ বন্ধ করে দেন। জনপ্রকাশ্যে তারা মুক্তিযোদ্ধা পরিবারকে অস্ত্রে সজ্জিত হয়ে ভয় ভীতি ও হুমকী প্রদর্শন করেন বলে জানা যায়।
মুক্তিযোদ্ধা সন্তান জানান- তারা নানাভাবে নির্যাতিত ও হয়রানির শিকার হয়েছেন।
ইতিমধ্যে তার পরিবারকে হুমকি ধমকি দেওয়া ও বীর নিবাস নির্মাণে বিঘ্ন সৃষ্টি করায় উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম ও কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ করে বীর নিবাস নির্মাণ কাজে সহযোগিতা কামনা করেন তিনি।
এ বিষয়ে তারই আপন সহদর ভাই রেজাউল করিম বীর নিবাসের কাজে ও মুক্তিযোদ্ধাকে হুমকি ধামকি ঘটনাটি অস্বীকার করে জানান,
উক্ত জমিটি আমার পৈত্রিক সম্পত্তি সেই জমির ওপর ঘরের একটি সাইট পরে গেছে।
আমি কোন রকম কাজে বাঁধা বা কাউকে কোন প্রকার হুমকি প্রদান করি নাই। এগুলো আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে।
বীর মুক্তিযোদ্ধা মোবারক আলীর অভিযোগের ভিত্তিতে কালীগঞ্জ থানার এস আই আবু বক্কর সিদ্দিক, ঘটনাস্থল পরিদর্শন করে উভয়পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বলা হয় এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন