বুদ্ধিজীবীগণকে জাতির বিবেকের ভূমিকা গ্রহণ করতে হবে: আ স ম রব
স্বাধীনতা অর্জনে বুদ্ধিজীবীদের আত্মদানের স্মারক হিসেবে জাতি ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করে আসছে। জ্ঞান-বিজ্ঞান দর্শনের ক্ষেত্রে বাঙালির তৃতীয় জাগরণের পর্যায়ে ১৯৭১ সনে হানাদার বাহিনী বাঙালি মনীষীগণকে হত্যা করে বাঙালি বুদ্ধিবৃত্তিক জগতের বিপুল ক্ষতি সাধন করেছে।
জাতীয় সমাজতান্ত্রিক দল -জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক এডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার “শহীদ বুদ্ধিজীবী দিবস”উপলক্ষে গণমাধ্যমে এই বিবৃতি প্রদান করেছেন।
শহীদ বুদ্ধিজীবীদের আত্মদান এবং রক্তক্ষয়ী যুদ্ধের ভেতর দিয়ে অর্জিত স্বাধীনতার পর নতুন উপাদান সহ সমাজ বিনির্মাণের সুযোগ সৃষ্টি হয়। কিন্তু উপনিবেশিক শাসন ব্যবস্থার মোহে আমরা সে সুযোগ কাজে লাগাতে পারেনি।
বাঙালির তৃতীয় জাগরণের বর্তমান পর্যায়ে মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে রাষ্ট্র বিনির্মাণে বুদ্ধিজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার ঐতিহাসিক রাজনৈতিক কর্তব্য সম্পাদনের সময় অতিক্রান্ত হচ্ছে।
বাঙালি জাতির ঐতিহাসিক মুক্তিযুদ্ধ আপামর মানুষের সংগ্রামের ফসল। স্বাধীনতার পরবর্তীতে জ্ঞানভিত্তিক সমাজ বিকাশে বুদ্ধিজীবীগণের গৌরবোজ্জ্বল ভূমিকা স্বাভাবিকভাবেই প্রত্যাশিত ছিল। উপনিবেশিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে রাজনৈতিক সংগ্রামকে জয়যুক্ত করার জন্য বুদ্ধিজীবীগণের সক্রিয় ভূমিকা যখন অপরিহার্য তখন বুদ্ধিজীবীগণ উপনিবেশিকতার চৌহদ্দিতেই আটকা রয়েছেন। বিদ্যমান নিপীড়ক রাষ্ট্রযন্ত্রের সহায়তায় যখন মানুষের উপর দমন-পীড়ন চলছে, সকল গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হচ্ছে এবং ভয়ঙ্কর সংস্কৃতির উদ্ভব ঘটছে তখন বুদ্ধিজীবীগণ জাতির বিবেকের নৈতিক দায় পালনে ব্যর্থ হচ্ছেন। বুদ্ধিজীবীগণকে জাতীয় বিবেকের দায় গ্রহণ করতে হবে।
ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির কারণে অনেক বুদ্ধিজীবীর বিবেক আজ বিভ্রান্ত এবং জাতীয় প্রয়োজেনের চেয়ে দলীয় আনুগত্য বেশি প্রাধান্য পাচ্ছে।
প্রচলিত রাষ্ট্রের শাসন কাঠামোতে বুদ্ধিজীবীদের প্রতিনিধিত্ব করার কোন সুযোগ নেই। বাঙালি জাতির তৃতীয় জাগরণের এই পর্যায়ে আমরা আইন প্রণয়নে অর্থাৎ জাতীয় সংসদের ’উচ্চকক্ষ’ সৃষ্টি করে অন্যান্য পেশাজীবীর সাথে বুদ্ধিজীবী সমাজের ‘প্রতিনিধিত্বে’র দাবি করছি।
বিদ্যমান অমানবিক ও নৈরাজ্যকর আর্থসামাজিক অবস্থা পরিবর্তনের সংগ্রামে বুদ্ধিজীবীগণকে তার রাজনৈতিক ও নৈতিক কর্তব্য পালনে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসতে হবে। বাঙালি জাতীয়তাবাদকে আরও উচ্চতর পর্যায়ে উন্নীত করার ক্ষেত্রে আলোকবর্তিকা হিসেবে বুদ্ধিজীবী সমাজেকে ভূমিকা গ্রহণ করতে হবে।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আবুল মোবারক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন