বুস্টার ডোজ নিলেই মিলবে ২৯ হাজার টাকা!
বিশ্বজুড়ে নতুন করে তাণ্ডব শুরু করেছে করোনাভাইরাস। এমন পরিস্থিতিতে ইউরোপের দেশ স্লোভাকিয়ায় ষাটোর্ধ্ব নাগরিকরা করোনা টিকার বুস্টার ডোজ গ্রহণ করলে নগদ ৩০০ ইউরো পাবেন। বাংলাদেশি টাকায় তা দাঁড়ায় ২৯ হাজার ১৪২ এ।
আর এই বয়সীরাই টিকা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করলে পাবেন ২০০ ইউরো, এটা বাংলাদেশি টাকায় ১৯ হাজার ৪২৮ টাকা।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) এসব জানিয়েছে বার্তাসংস্থায় রয়টার্স এক প্রতিবেদনে বলে, স্লোভাকিয়া টিকা নেওয়ার জন্য প্রণোদনা প্রদানকারী প্রথম দেশ নয়। সুইজারল্যান্ডে যারা বন্ধুদের কোভিড-১৯ টিকা নিতে রাজি করান তারা বিনামূল্যে রেস্টুরেন্টে খেতে পারেন বা সিনেমা দেখতে পারেন। গত অক্টোবরে এই অফার দেওয়া হয়েছিল।
মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টন শহর আগস্টে বলেছিল, টিকার প্রথম ডোজ নেওয়া যেকোনো ব্যক্তিকে ১০০ ডলার নগদ দেওয়া হবে।
স্লোভাকিয়ায় এখন পর্যন্ত প্রায় ৪৭ শতাংশ নাগরিক পূর্ণ ডোজ টিকা পেয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন