বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-ভারত ম্যাচ
বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করতে দুইটি করে প্রস্তুতি ম্যাচ খেলার কথা বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর। বাংলাদেশের দুইটি ম্যাচ ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে।
পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচটি পরিত্যক্ত হয়েছিলো বৃষ্টির কারণে। আজ (মঙ্গলবার) নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে টাইগাররা। কিন্তু এ ম্যাচেও বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি।
গত ম্যাচে টস অনুষ্ঠিত না হলেও এই ম্যাচে টস হয়েছে । টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ব্যাট করতে নেমেছে ভারত।
মোস্তাফিজুর রহমান বোলিং উদ্বোধন করেন। কিন্তু মাত্র দুই বল খেলা হওয়ার পরই বৃষ্টির কারণে মাঠ ছাড়তে হয় ভারতের দুই ওপেনার রোহিত শর্মা আর শিখর ধাওয়ানকে। বিনা উইকেটে ৪ রান নিয়ে নামবে ভারত। খেলা পুনরায় শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪.১০ মিনিটে।
৩০ মে পর্দা উঠবে বিশ্বকাপ ক্রিকেটের এবারের আসরের। উদ্বোধনী ম্যাচে লড়বে স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বিশ্বকাপে মূল লড়াই শুরু হবে ২ জুন। সেদিন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগাররা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন