বেতনের দাবিতে রাস্তায় কাফনের কাপড় পরে বিক্ষোভ

বকেয়া বেতন পরিশোধ ও রাজস্ব খাত থেকে শতভাগ বেতন দেওয়ার দাবিতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সচিবালয় ঘেরাও কর্মসূচি পুলিশি বাধার মুখে পড়েছে। তারপরও সচিবালয়ের পশ্চিম পাশ ও প্রেসক্লাব সংলগ্ন রাস্তায় কাফনের কাপড় শরীরে জড়িয়ে শুয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।

বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের ব্যানারে বুধবার সকাল ১১টার দিকে সচিবালয় ও প্রেস ক্লাব এলাকায় এ কর্মসূচি পালন শুরু করেন পৌর কর্মকর্তা-কর্মচারীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছেড়ে যাবেন না বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের ব্যানারে গত ১৪ জুলাই বিকেল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক ও ফুটপাতের ওপর কাগজ মেলে এবং তাবু বানিয়ে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন কয়েক হাজার পৌর কর্মকর্তা-কর্মচারী।

তাদের দাবি, তারা পাঁচ থেকে ৭২ মাস পর্যন্ত বেতন এবং বকেয়া ছাড়াই অফিস করছেন। পৌরসভার নিজস্ব আয় এলেই কেবল বেতন হয়। না হলে বছরের পুরো সময় চলে বেতন ছাড়া। যতোক্ষণ পর্যন্ত সরকারিভাবে বেতন দেওয়ার আশ্বাস না আসবে, ততোক্ষণ তারা ঘরে ফিরবে না বলে জানান।