বেনাপোল সীমান্ত থেকে মাদক দ্রব্যসহ অর্ধকোটি টাকার চোরাচালানী পন্য আটক
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/erytuik-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
যশোরের বেনাপোল সীমান্ত থেকে মাদক দ্রব্যসহ অর্ধলক্ষ টাকার চোরাচালানী পন্য আটক করেছে বিজিবি সদস্যরা। বুধবার সীমান্তের এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক দ্রব্য ও চোরা চালানী পন্য আটক করা হয়।
বৃহষ্পতিবার (৬ ফেব্রুয়ারী) যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. সাইফুল্লাহ্ সিদ্দিকী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, বিজিবি’র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় বিজিবি সদস্যরা বেনাপোল আইসিপি, আমড়াখালী চেকপোস্ট, রঘুনাথপুর, ধান্যখোলা, শিকারপুর ও কাশিপুর সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ০৭ জন আসামীসহ সর্বমোট ৪৯,৪৯,৫৫০/- (উনপঞ্চাশ লক্ষ উনপঞ্চাশ হাজার পাঁচশত পঞ্চাশ) টাকা মূল্যের ভারতীয় ফেন্ডিডিল, বিদেশী মদ, বিয়ার, নেশা জাতীয় ঔষধ ও মাদক বহনকারী ০১ টি ইজিবাইক ও ০২ টি মোটর সাইকেল আটক করে।
বিজিবি অধিনায়ক আরো জানান, মাদক চোরাকারবারী কর্তৃক অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। দেশের তরুন/যুব সমাজকে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগ এবং বিজিবি’র দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানকে স্থানীয় জনগণ সাধুবাদ জানায়। এছাড়াও ভবিষ্যতে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন