বেনাপোল সীমান্ত থেকে ৭ রোহিঙ্গা আটক
যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় বুধবার (৯ মঙ্গলবার) দুপুরে ৭ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।
তবে এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
আটককৃতরা হলো- আবুল হোসেনের ছেলে আব্দুল হালিম (৫৩), হাসেম আলীর ছেলে কাওছার আলী (২২), দুলু মিয়ার মেয়ে খুশি বেগম (২১), শামসুল আলমের ছেলে সৈয়দুল কাউসার (২১), সৈয়দ আহমেদের মেয়ে কানিস বিবি (২৭), নুরুল হকের মেয়ে দিলজান খাতুন (১৬) ও কাউছার আলীর সালমান (০২)।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনজুর-ই-এলাহী বিষয়টি নিশ্চিত করে জানান, বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে অবৈধভাবে ৭ রোহিঙ্গা ভারতে যাওয়ার সময় তাদের আটক করা হয়েছে। এরা প্রত্যেকে কক্সবাজার জেলার টেকনাফ থানার রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করতো। এদের প্রকৃত ঠিকানা মিয়ানমার। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন