বেরোবিতে কোটা সংস্কার শিক্ষার্থীদের আন্দোলনের প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ

কোটা সংস্কার শিক্ষার্থীদের আন্দোলনের প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ ও গণপদযাত্রা অনুষ্ঠিত হয়।

সোমবার (১৫ জুলাই)বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশ এ অংশগ্রহণ করেন জেলা ছাত্রলীগ,রংপুর মহানগর ছাত্রলীগ ও কারমাইকেল কলেজ ছাত্রলীগ। বিকালে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে থেকে বের হয়। রংপুর – ঢাকা মহাসড়ক মর্ডান মোড় প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে এসে সমাবেশ শেষ হয়।

এসময় কোটা সংস্কার আন্দোলনের কয়েকজন শিক্ষার্থী সন্দেহে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের দিকে অগ্রসর হতে দেখলে ছাত্রলীগ তাদের বাধা দেয়। তাদের প্রতি ছাত্রলীগ লাঠি শোটা দিয়ে হামলা করে। একপর্যায়ে তারা সর্দার পাড়ায় পালিয়ে যায়। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, কারমাইকেল কলেজের সভাপতি,রংপুর মহানগরের সভাপতি, সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ মেইন গেটে অবস্থানরত রয়েছে, যেকোনো পরিস্থিতিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের দমন করতে প্রস্তুত রয়েছে তারা সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ নিরাপত্তায় পাহাড়া দিচ্ছে।