জনসংযোগ দপ্তরের উদ্যোগ নবম কর্মশালা
বেরোবিতে দুই দিনব্যাপী ‘সাংবাদিকতার ভাষা শৈলী’ শীর্ষক কর্মশালা শুরু
এইচ. এম নুর আলম, বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ( বেরোবি) দুই দিনব্যাপী ‘ সাংবাদিকতার ভাষা শৈলী’ শীর্ষক কর্মশালা শুরু হয়েছে। আজ রবিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের আয়োজনে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও। জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের প্রশাসক প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান বক্তা ও সঞ্চালক ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) উপ-প্রধান বার্তা সম্পাদক জনাব রুহুল গনি সরকার জ্যোতি।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও বলেন, ‘এ ধরনের কর্মশালা মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ডিং-এ ভূমিকা রাখবে। আজকের এই কর্মশালা থেকে অর্জিত অভিজ্ঞতা জনসংযোগ ও সাংবাদিকতা উভয় ক্ষেত্রে ভাষার প্রকৃত ব্যবহার নিশ্চিত করতে সহায়তা করবে যা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী এবং সাংবাদিক সবার জন্যই আবশ্যক। ’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী প্রশাসক জনাব তাবিউর রহমান প্রধান এবং জনাব আসিফ আল মতিন, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সিফাত রুমানা, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বেশ কিছু শিক্ষার্থী।
উল্লেখ্য, কর্মশালাটি জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের উদ্যেগে আয়োজিত ৯ম কর্মশালা। আগামীকাল সোমবার সকাল ১০টায় কর্মশালার সমাপনী দিনের কর্মসূচি শুরু হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন