বেরোবিতে বাতিল হলো ছিটমহল ও তৃতীয় লিঙ্গের কোটা
বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৭-১৮ প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা থেকে বাতিল করা হলো তৃতীয় লিঙ্গ ও বিলুপ্ত ছিটমহল কোটা।
রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও এর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আজ সোমবার সকালে তথ্যটি নিশ্চিত করেছেন জনসংযোগ কর্মকর্তা মো. আরিফুল ইসলাম।
২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে তৃতীয় লিঙ্গের কোটা চালু করা হলেও প্রতিটি শিক্ষাবর্ষে এ পদটি ছিল শূন্য। গত ২০১৬-১৭ শিক্ষাবর্ষে বিলুপ্ত ছিটমহল অধিবাসিদের জন্য ছিটমহল কোটা সংযোজন করা হলেও বাদ পড়ছে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি থেকে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন