বেরোবি’র পরিচ্ছনতায় আরো পাঁচ তৃণ কর্তণ যন্ত্রের সংযোজন

এইচ. এম নুর আলম, বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নতায় আরো পাঁচ তৃণকর্তণ (ঘাস কাটা) যন্ত্রের সংযোজন করা হয়েছে। আজ রবিবার (২০ আগস্ট) ছোট-বড় সকল ধরণের অপ্রয়োজনীয় তৃণ কর্তণে ‘মীনফোর’ নামক নতুন এ যন্ত্রগুলোর সংযোজন করা হয় ।

‘এ যন্ত্রগুলো দ্বারা ছোট-বড় সব ধরণের তৃণ কাটা যাবে’ বলে জানিয়েছেন তৃণ-কর্তন যন্ত্র ক্রয় কমিটির এক সদস্য । তৃণ-কর্তন যন্ত্র ক্রয় কমিটির এক সদস্য বলেন, পূর্বেও দুটি মেশিন দ্বারাও কাজ করা হবে। যন্ত্রচালিত মেশিন দ্বারা সমান্তরাল জায়গার ঘাস পরিষ্কার করা হবে।

এর আগে গত ৩০ জুলাই বিশ্ববিদ্যালয়ে যন্ত্রচালিত ও হস্তচালিত দুইটি যন্ত্রের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও এবং তরুণ জননেতা রাশেক রহমান। কিন্তু ঐ দুটি যন্ত্রের দ্বারা তৃণ-কর্তন সম্ভব না হওয়ায় কোরিয়ার তৈরি ১ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে নতুন যন্ত্রগুলো সংযোজন করা হলো।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় পরিচ্ছন্নতায় গত ৯ জুলাই থেকে ুই নিব্যাপী ঘাসকাটা কার্যক্রম চলমান থাকে। পরে ক্যাম্পাসের পরিচ্ছন্নতায় দুটি ‘মীনফোর’ মেশিন ক্রয় করা হয়।