বেলকুচিতে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ!
সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার বেসরকারি বিসমিল্লাহ আধুনিক হাসপাতাল নামে একটি হাসপাতালের বিরুদ্ধে ভূল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃত্যু খবর ছড়িয়ে পড়লে হাসপাতাল স্থলে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়।
শুক্রবার দুপুরে উপজেলার পৌর এলাকার শেরনগর বিসমিল্লাহ আধুনিক হাসপাতালে এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
স্বজনরা জানায়, কিডনির সমস্যা জনিত কারনে বৃহস্পতিবার সকালে বিসমিল্লাহ আধুনিক হাসপাতালে ভর্তি হন এনায়েতপুর থানার রুপসী গ্রামের মৃত নুরুউদ্দিনের ছেলে হোসেন আলী (২৮)।
হাসপাতালে রাত ৮ টার দিকে ডাঃ নাজমুল হক বিপ্লব কিডনির পাথরের অপারেশন করেন। অপারেশন করার পরে শুক্রবার দুপুরে হোসের আলীর অবস্থা অবনতি হলে পরে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসলাম হোসেন জানান, বিসমিল্লাহ আধুনিক হাসপাতালে একটি রোগী মৃত্যুর খবর জানতে পেরেছি। ঘটনাস্থলে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন