বেলুনে গ্যাস ভরার সময় বিস্ফোরণ, স্বামী-স্ত্রী নিহত
কক্সবাজারের মহেশখালীতে মেলায় বেলুনে গ্যাস ভরানোর সময় সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
বুধবার সকাল সোয়া ১০টার দিকে আদিনাথ মন্দির সংলগ্ন মেলার মাঠে এই ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা না গেলেও স্থানীয় কয়েকজন জানিয়েছেন নিহতরা সম্পর্কে স্বামী-স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মেলায় বেলুনে গ্যাস ভরাচ্ছিলেন স্বামী-স্ত্রী। এ সময় হঠাৎ সিলিন্ডারটির বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলে দুই জনই মারা যান।
তবে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করলেও এখনো নিহতদের নামপরিচয় জানাতে পারেননি। তিনি বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন