বৈঠকে বসছেন পুতিন-শি জিনপিং
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শিগগির বৈঠকে বসছেন।
২০২২ সালের বিষয় বা ইস্যুগুলো নিয়েই মূলত এই বৈঠক। ডিসেম্বরেই এই বৈঠক হবে, রাশিয়ার বিজনেস ডেইলি ভেদোমোস্তির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে এ তথ্য।
রয়টার্সের খবরে বলা হয়েছে, ১৩ ডিসেম্বর (মঙ্গলবার) দুই নেতার বৈঠকের বিষয়টি ভেদোমোস্তির এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ভেদোমোস্তিকে বলেছেন, বৈঠকের সূচি ও এজেন্ডা সব ঠিক। শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকী। ওই গণমাধ্যমটিতে নাম প্রকাশে অনিচ্ছুক রাশিয়ার প্রেসিডেন্টের প্রশাসনের এক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, তাদের মধ্যে সরাসরি এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকের বিশদ বিবরণ তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি। সূত্র : রয়টার্স
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন