বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় যুব সমাজের ভূমিকা” শীর্ষক সেমিনার

রাঙ্গামাটিতে “বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় যুব সমাজের ভূমিকা” শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান শ্রী জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সার্কেল চীফ, চাকমা সার্কেল ব্যারিষ্টার রাজা দেবাশীষ রায়, বিশেষ আলোচক ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
সেমিনারে বক্তারা বলেন, আমরা এমন একটা সমাজ ব্যবস্থা চাই যে সমাজে শোষণ, নিপীড়ন, বঞ্চনা থাকবে না। বৈষম্যহীন সমাজ গড়তে হলে হীনমন্যতা দূর করে উদার হতে হবে। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে।
বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলে জাতিগত বৈষম্যের কারণে নানান সমস্যা সৃষ্টি হচ্ছে। পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি বাঙালির মধ্যে যে বৈষম্য সৃষ্টি হয়েছে তা দূর করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বৈষম্যহীন সমাজ করতে হবে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন