ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট, ইবির নতুন সদস্যদের নিয়ে “নবীন বরণ অনুষ্ঠান” সম্পন্ন

নবীনদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ব্যতিক্রম জোটের পরিচালক; মু. ওয়ায়েস কুরুনী।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যতিক্রম জোটের সম্মানিত উপদেষ্টা: অধ্যাপক ডক্টর কামরুল হাসান স্যার।

তিনি বলেন; ব্যতিক্রম শুধু নামে নয় কাজেও ব্যতিক্রম। অপসংস্কৃতিকে চিরদিনের জন্য মুছে দেওয়ার জন্যই ব্যতিক্রমের জন্ম হয়েছে।

অনুষ্ঠানটিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্যতিক্রম জোটের আরেকজন উপদেষ্টা: অধ্যাপক ডক্টর আব্দুল বারী স্যার।

তিনি বলেন; কোন জাতিকে ধ্বংস করতে হলে তার সংস্কৃতিকে ধ্বংস করতে হয়। ব্যতিক্রম এই দেশে সুস্থ সংস্কৃতির বিপ্লব সাধন করবে ইনশাআল্লাহ।

আনুষ্ঠানটি ব্যতিক্রমের ৫ টি বিভাগের প্রায় ৩০ এর অধিক নবীন সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্যতিক্রমের সাথে যুক্ত হতে পেরে সবাই উচ্ছ্বসিত এবং আনন্দ প্রকাশ করেছেন।

ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট’র পরিচালক মু. ওয়ায়েস কুরুনী বলেন; নবীনদের নিয়ে খুব দ্রুতই আনুষ্ঠানিক ভাবে প্রশিক্ষণ ক্লাস শুরু হবে। সবার উপস্থিতি এবং চেষ্টা অব্যাহত থাকলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছানো সম্ভব হবে ইনশাআল্লাহ।