ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি, থানা জিডি
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/06/images-10-554x450.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
এবার ব্যারিস্টার সুমনকে হত্যার উদ্দেশ্যে একটি শক্তিশালী মহল তিন দিন ধরে চার থেকে পাঁচজনের একটি টিম মাঠে নেমেছেন। তিনি শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি করেছেন।
সাধারণ ডায়রিতে উল্লেখ করা আছে, আমি ঢাকায় অবস্থান করছিলাম গত ২৭ তারিখ রাত ৮ঃ০০ টায় আমার বাসভবনে থাকা অবস্থায় চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাহার সরকারি নাম্বার থেকে আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দেয়। আমাকে জানায়, আমাকে হত্যার উদ্দেশ্যে একটি শক্তিশালী মহল গত তিন দিন হল চার থেকে পাঁচজনের একটি টিম মাঠে নেমেছে। আমি যাতে রাতের বেলা বের না হয় সেজন্য তিনি জানান এবং আমাকে সাবধানে থাকতে বলে।
তখন আমি অফিসার ইনচার্জ এর কাছে পরিচয় জানতে চাইলে পরিচয় জানাতে অস্বীকার করেন। এছাড়া তিনি আমাকে সাবধানে থাকতে বলেন। তিনি এখন মারাত্মকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা যায়।
শেরে বাংলা নগর থানার এসআই শরিফুজ্জামান শরীফ ঘটনা সত্যতা স্বীকার করে জানান, তিনি জিডি করেছেন, আমরা তদন্ত করে দেখছি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
এ বিষয়ে ব্যারিস্টার সুমনকে মোবাইল ফোনে কল দেয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন