ব্রিটেনকে খোঁচা দিয়ে ‘অজ্ঞ ও নির্বোধ’ সাব্যস্ত হলেন ট্রাম্প
‘এই মাত্র খবর বেরিয়েছে, ‘চরমপন্থী ইসলামিক সন্ত্রাসবাদ ছড়ানোর মধ্যেই যুক্তরাজ্যে অপরাধপ্রবণতা বছরে ১৩ ভাগ বেড়েছে। ‘ মোটেও ভাল খবর না।
আমাদের অবশ্যই আমেরিকাকে নিরাপদ রাখতে হবে। ‘-গতকাল শুক্রবার এ টুইট করেই বিপাকে পড়েছেন আমেরিকার ইতিহাসে সবচেয়ে আলোচিত প্রেসিডেন্টদের একজন ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার সকালে আমেরিকার রক্ষণশীল আদর্শের অনুসারী টিভি চ্যানেল ওয়ান নিউজ নেটওয়ার্ক ব্রিটেনের সাম্প্রতিক প্রকাশিত পরিসংখ্যানের উদ্ধৃতি দিয়ে খবরটি প্রকাশ করে। কোনো যাছাই-বাছাই না করে সেখান থেকে তথ্য নিয়ে টুইট করেন ট্রাম্প। এ জন্য ব্রিটেনের বর্তমান ও সাবেক নেতারা ট্রাম্পকে অজ্ঞ ও নির্বোধ আখ্যা দিয়েছেন।
ব্রিটেনের একাধিক নেতা জানান, অপরাধ প্রবণতা সংক্রান্ত জরিপটি শুধু ইংল্যান্ড ও ওয়েলসের ওপর ভিত্তি করে করা হয়েছে। পুরো ব্রিটেনের সার্বিক অপরাধ প্রবণতা ওই পরিসংখ্যানে বিবেচিত হয়নি। তাছাড়া, এসব অপরাধের সঙ্গে ট্রাম্পের কথিত ‘ইসলামিক সন্ত্রাসবাদেরও’ কোনো সম্পর্ক নেই। পুলিশ গত বছর যেসব অপরাধ রেকর্ড করেছে তার মধ্যে বড় অংশ জুড়েই আছে চুরি, অবৈধভাবে অস্ত্র রাখা, জনশৃঙ্খলা নষ্ট, যৌন হয়রানি ইত্যাদি।
সূত্র : বিবিসি
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন