ভাইরাল রানি মুখার্জির ১৮ মাস বয়সী মেয়ের ছবি
বিয়ের পর থেকেই নিজেকে অভিনয় থেকে আড়ালে নিয়ে গিয়েছিলেন বলিউড গ্ল্যামার গার্ল রানি মুখার্জি। এরপর এলো সন্তান। একমাত্র কন্যা আদিরাকে নিয়ে বেশ মনযোগী হলেন রানি সংসারে।
মেয়ে জন্মানোর প্রায় বছর খানেক পর তিনি ক্যামেরার সামনে দাঁড়ান নতুন ছবি ‘হিচকি’র শুটিংয়ে। এরইমধ্যে ছবিটির কাজ শেষ করে ফেলেছেন। এখন তিনি মেয়ে আদিরার সঙ্গে অবসর কাটাতে চান।
ছুটি কাটাতে বিদেশ গেলেন। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে মেয়েসহ ক্যামেরাবন্দি হয়ে গেলেন রানি মুখার্জি এবং তার মিষ্টি মেয়ে আদিরা। বিমানবন্দরে তোলা ছবিটি রানি মুখার্জির এক ফ্যান ক্লাবের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। নিমিষেই সেটি ভাইরাল হয়ে গেছে। দেদারছে হচ্ছে শেয়ার।
সেখানে ১৮ মাসের মিষ্টি আদিরাকে দেখে উচ্ছ্বসিত রানির ভক্তরা। তারা আদিরার সুস্থতা ও সুন্দর জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন