‘ভাতের বিনিময়ে পড়াইতে চাই’ বিজ্ঞাপন দেয়া সেই গৃহশিক্ষক চাকরি পেলেন

‘ভাতের বিনিময়ে পড়াইতে চাই’ বিজ্ঞাপন দেওয়া বগুড়ার আলোচিত সেই গৃহশিক্ষক আলমগীর কবিরকে চাকুরী দেওয়া হয়েছে।

বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীর সার্বিক সহযোগিতায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গৃহশিক্ষক আলমগীর কবিরের এ চাকরির ব্যবস্থা করা হয়।

বুধবার বিকালে বাংলাদেশের বিখ্যাত রিটেল চেইন “স্বপ্ন” এর পুলিশ প্লাজা বগুড়া ব্রাঞ্চে ‘রিসার্চ এসোসিয়েট’ পদে তাকে চাকুরী প্রদান করেন স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির।

বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীর উপস্থিতিতে আলমগীর কবিরের হাতে নিয়োগপত্র হস্তান্তর করা হয়।