ভারতের নৌবাহিনীর অন্তঃসত্ত্বা নারীকে উদ্ধারের ছবি ভাইরাল
কেরলে অন্তঃসত্ত্বা নারীকে উদ্ধার করে শিরোনাম ভারতীয় নৌ-বাহিনী। ক্রমশঃ পরিস্থিত আরও খারাপ দিকে মোড় নিচ্ছে কেরলে।
বিভিন্ন সূত্রে থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা প্রায় ১৭৪ ছাড়িয়ে গেছে। বর্তমানে গৃহহীন মানুষের সংখ্যা প্রায় ২ লাখে। শুধুমাত্র শুক্রবারেও প্রায় ৫০০ জনকে উদ্ধার করেছে নৌ সেনারা।
সম্প্রতি এরকমই একটি সংক্ষিপ্ত একটি ভিডিও প্রকাশ করা হয়েছে নৌবাহিনীর পক্ষ থেকে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, সাবধানতার সঙ্গে এক অন্তঃসত্ত্বা নারীকে উদ্ধার করা হচ্ছে। নারীটি পানির মধ্যে আটকে পড়েছেন। সেই অবস্থায় থেকে দড়িতে করে তোলা হচ্ছে হেলিকপ্টারে। উড়িয়ে নিয়ে যাওয়া হয় নিরাপদ আশ্রয়কেন্দ্রে।
জানা গেছে, ইতিমধ্যে এক সম্তানের জন্ম দিয়েছেন ওই নারী। সুস্থ রয়েছে মা ও শিশু। ভিডিওটি ভাইরাল হতেই সেনার প্রশংসায় পঞ্চমুখ সবাই।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন