ভারতের ভ্যাকসিন পেতে আলাপ করা হবে : পররাষ্ট্রমন্ত্রী
ভারতে করোনাভাইরাসের ভ্যাকসিন আবিস্কৃত হচ্ছে, সেই ভ্যাকসিন বাংলাদেশ কীভাবে পেতে পারে সে বিষয়ে আলোচনা করতেই ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বাংলাদেশে এসেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
বুধবার সকালে সিলেটের জেলা প্রশাসক কার্যালয় মাঠে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যোরাল উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের পররাষ্ট্রসচিবের সফরের মূল উদ্যেশ্যই হচ্ছে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা এছাড়া প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের অনেক সমস্যা রয়েছে, এসব বিষয়ও আলোচনায় স্থান পাবে।
মন্ত্রী বলেন, করোনার প্রাদুর্ভাবের সময় পশ্চিমবঙ্গ সরকারের বিধিনিষেধের কারণে ট্রাক দিয়ে ভারত থেকে পণ্য আমদানীতে সমস্যা তৈরি হয়,পরে রেলপথ ব্যবহার করে পণ্য আমদানি হয়েছে।জাহাজেও পণ্য আসছে।
ভারত বাংলাদেশের বন্ধুপ্রতিম রাষ্ট্র এবং তাদের সঙ্গে সুসম্পর্ক থাকায় যে কোন সমস্যাই দ্রুত সমাধান হবে বলে আশাবাদী পররাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও বলেন, ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরের অনুষ্ঠান বাংলাদেশ-ভারত একসঙ্গে উদযাপন করবে। কারণ যুদ্ধে তাদেরও রক্ত ঝরেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন