ভারতে বৈধ সমকাম : বলিউড তারকাদের উচ্ছ্বাস

সমকামিতাকে বৈধ হিসেবে উল্লেখ করে ভারতের সুপ্রিম কোর্টের দেয়া রায়কে স্বাগত জানিয়েছেন দেশটির বিনোদন দুনিয়ার তারকা। ঐতিহাসিক এ রায়কে স্বাগত জানানোর তালিকা থেকে বাদ যাননি লেখক, নাট্যকার ও মানবাধিকার কর্মীরাও।

রায় ঘোষণার পরপরই বলিউডের অনেক তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন। তাদের বক্তব্যের সারমর্ম, এই রায় সমানাধিকারের জয়। এটি আধুনিক ভারত, উন্নয়নশীল ভারত।

ভারতীয় সিনেমায় নতুন প্রাণের সঞ্চার ঘটানো ফরহান আখতার যেমন, রামধনু রঙা টুইটে লিখেছেন, ‘সমানাধিকার, ভালবাসা, গর্ব’।

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান ধন্যবাদ জানিয়েছেন সুপ্রিম কোর্টকে। সেই সঙ্গে বিচারব্যবস্থার এই রায়কে মর্যাদা দিয়ে সাধারণ মানুষকেও এই প্রসঙ্গে নিজের দায়িত্ব পালনের কথা মনে করিয়ে দিয়েছেন।

এলজিবিটি আন্দোলনের বরাবরের সমর্থক কর্ণ জোহর, নিজের টুইটে মেলে ধরেছেন রামধণু রঙা পতাকা। তার কথায় দেশ যেন নতুন অক্সিজেন পেল। স্বকীয়তায় চমক দেয়া রণবীর সিংহ লিখেছেন, লাভ ফর অল।

সোনম কপূরের মতে, এই ভারতকেই তো আমরা ভালবাসি। সংক্ষপ্তি টুইটে অভিষেক বচ্চন বুঝিয়েছেন, তিনি রামধনুর সঙ্গেই আছেন।

অভিষেকের ‘দোস্তানা’র কো-স্টার জন আব্রাহামের মত, আজ গর্বে মাথা উঁচু করার দিন। কঙ্কনা সেনশর্মা লিখেছেন, আমাদের জয় হল…।

প্রীতি জীনতা তার উচ্ছ্বাস চেপে রাখেননি, টুইট করেছেন নানা ছবির কোলাজ। রনো ধ্যানধারণাকে মুছে নতুনকে স্বাগত জানানোর এই রায়ে সব মিলিয়ে বেশ খুশি ভারতের বিনোদন দুনিয়ার তারকারা।