ভারতে মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে খালিয়াজুরীতে বিক্ষোভ ও সমাবেশ
বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি, ধমীর্য় অনুভূতিতে আঘাত, বিজেপি নেতার সমর্থনে ও ইসলাম ধর্মকে অবমাননার প্রতিবাদে নেত্রকোণার খালিয়াজুরীতে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে মুসলিম’জনতা ও ছাত্র সমাজের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।
এসময়, নারায়ে তাকবির, আল্লাহু আকবার; নবীর দুশমনের দুই গালে জুতা মারো তালে তালে; বিশে^র মুসলিম এক হও, এক হও; বলে বিভিন্ন স্লোগানে মুখরিত করেন তাওহীদি জনতা।
পরে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু দাঊদ আমীনি, উপজেলা ইসলামি আন্দোলনের সভাপতি মাওলানা মুস্তাকিম বিল্লাহ, উপজেলা হেফাজতে ইসলামের সিনিয়র সহ সভাপতি মাওলানা হাফিজুল ইসলাম, দপ্তর সম্পাদক মাওলানা আব্দুর রউফ ও নগর ইউনিয়নের আহ্বায়ক রাসেল আহমদ।
এসময় তারা মহানবী অবমাননার ঘটনার সাথে জড়িত অভিযুক্ত পুরোহিত ও বিজিপি উগ্রবাদী নেতাদের গ্রেপ্তার করে আন্তজার্তিক আইনের আওতায় এনে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন