ভারতে লাইভ সম্প্রচার হবে সুপ্রিমকোর্টের বিচার!
ভারতের টেলিভিশনে সুপ্রিমকোর্টের গুরুত্বপূর্ণ মামলার বিচার কার্যক্রম লাইভ সম্প্রচার করা হবে। সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের একটি বেঞ্চ শুক্রবার অ্যাটর্নি জেনারেলকে এ বিষয়ে আদেশ দেন।
জানা গেছে, জ্যেষ্ঠ আইনজীবী ইন্দিরা জয়সিংহ দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করার আবেদন করেন।
আবেদনটির শুনানিতে প্রধান বিচারপতি দীপক মিশ্র বলেন, ‘সব মামলার সরাসরি সম্প্রচারিত না হওয়াই ভালো। কিন্তু সাংবিধানিক বেঞ্চে যাওয়ার মতো গুরুত্বপূর্ণ কয়েকটি মামলার সরাসরি সম্প্রচার প্রয়োজন।’
জয়সিংহ বলেন, ‘এ বিষয়ে একটি নির্দেশনা তৈরি করা হোক। কোন কোন মামলার শুনানি সরাসরি সম্প্রচার করা সম্ভব তার নির্ধারণ করা হোক। এতে সুপ্রিমকোর্টের প্রতি সাধারণ মানুষের বিশ্বাস আরো বাড়বে।’
তিনি বলেন, ‘সাধারণ মানুষের মধ্যে যে মামলাগুলোর রায় সরাসরি প্রভাব ফেলে, আদালত কেন সেগুলোর রায় এমন দিলো- তা জানতে চাওয়ার অধিকার থাকা উচিত তাদের।’
প্রসঙ্গত, ভারতের জ্যেষ্ঠ আইনজীবীদের একটি অংশ ইন্দিরা জয়সিংহের এ আবেদনকে সমর্থন করছেন।
তথ্যসূত্র: এনডিটিভি
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন