ভারত-পাকিস্তান কেন বন্ধু দেশ হতে পারবে না?
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/06/677128-india-pak-flags.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সম্প্রতি পাকিস্তান ও ভারতের কাশ্মির সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে প্রায় সময় গুলিবিনিময়ে ঘটনা ঘটছে। এদিকে, দুই কোরিয়ার পুনর্মিলনের উদাহরণ টেনে ভারত-পাক সম্পর্ককে প্রশ্নের মুখে ফেলে দিলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি৷ভারতের জম্মু ও কাশ্মীর অঙ্গরাজ্যের রাজধানী শ্রীনগরের এক জনসভায় তিনি বলেন, আমরা আমাদের বন্ধু বদলে ফেলতে পারি কিন্তু প্রতিবেশী বদলে ফেলতে পারি না৷
তিনি আরও জানান, প্রায় ৭০ বছর পরে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া একে অপরের বন্ধু হয়ে উঠতে পারলে ভারত-পাকিস্তান কেন তা পারবে না? সীমান্তে এখনও শেলিং চলছে৷ দুদিকেই মানুষ মারা যাচ্ছে৷ এই দুই দেশ একে অপরের কাছাকাছি না আসতে পারলে সমস্যার সমাধান সম্ভব নয় বলে মত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী৷
তিনি আরও বলেন, “জম্মু-কাশ্মীরের পরিস্থিতিই জানান দিচ্ছে, দুই দেশের সম্পর্কের কি অবস্থা! তাঁর মতে, এটা অত্যন্ত দুঃখজনক যে, দুই দেশের ডিজিএমও একে অপরের সঙ্গে কথা বলার পরও সীমান্তে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন হয়ে চলেছে।এমনটা হওয়া উচিত নয় বলে তিনি মন্তব্য করেন৷ -কলকাতা টুয়েন্টিফোর।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন