ভারত-পাকিস্তান পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ট্রাম্পের
জেরুজালেমসহ মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত উসকে দেয়ার জন্য অভিযুক্ত মার্কিন ডোনাল্ড ট্রাম্প এবার দক্ষিণ এশিয়ায় সংঘাতের আভাস দিলেন।
তার আশঙ্কা, উপমহাদেশের বড় দু্ই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ বেধে যেতে পারে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ৬৮ পৃষ্ঠার জাতীয় নিরাপত্তা কৌশলে এ আশঙ্কার কথা জানান।
এতে দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতি এবং ভারত-পাকিস্তানের মধ্যকার অবনতিশীল বৈরী সম্পর্ক নিয়ে মন্তব্য করেন ট্রাম্প।
নিরাপত্তা কৌশলে দক্ষিণ ও মধ্য এশিয়াকে জটিল জাতীয় নিরাপত্তাসংক্রান্ত চ্যালেঞ্জে থাকা অঞ্চল হিসেবে উল্লেখ করা হয়েছে।
একই সঙ্গে ট্রাম্প তার নতুন ওই কৌশলে ভারত-পাকিস্তানের মধ্যে একটি সম্ভাব্য সামরিক সংঘাত নিয়ে উদ্বেগ জানান। তার আশঙ্কা, এ সংঘাত পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারে।
এদিকে নিরাপত্তা কৌশল ঘোষণার পর প্রেসিডেন্ট ট্রাম্প এক ভাষণে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ পাকিস্তানের নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায়। তবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানকে অবশ্যই যুক্তরাষ্ট্রের পাশে থাকতে হবে। কারণ সহযোগিতার বিনিময়ে পাকিস্তানকে মোটা অংকের টাকা দেয় যুক্তরাষ্ট্র।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন