ভারত-পাকিস্তান ম্যাচ: প্রথম সপ্তাহেই ১৫ হাজার টিকিট শেষ
চ্যাম্পিয়নস ট্রফির আসরে আগামী ৪ জুন মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দী ভারত-পাকিস্তান। এ নিয়ে উত্তেজনার শেষ নেই ক্রিকেট বিশ্বে। আর তার প্রমাণ পাওয়া গেল টিকিট বাজারেও। টুর্নামেন্টের টিকিট ছাড়ার এক সপ্তাহের মধ্যে ভারত-পাকিস্তান ম্যাচের ১৫ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে। ভেন্যুটির ধারণক্ষমতা সর্বোচ্চ ২৪ হাজার ৮০৩ জন। সুতরাং এটা পরিস্কার যে, বাকী টিকিটগুলো বিক্রি হওয়া সময়ের ব্যাপার মাত্র।
বার্মিংহামের অ্যাডবাস্টানে ‘বি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। আর প্রায় একমাস বাকী থাকলেও এরই মধ্যে শুরু হয়ে গেছে ম্যাচটি ঘিরে উত্তেজনা! প্রসঙ্গত, উপমহাদেশে ক্রিকেট নিয়ে যেমন মাতামাতি হয়, ইংল্যান্ডে কিন্ত তেমনটা নয়। যে কারণে, ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে দর্শকদের এই উন্মাদনা চোখে পড়ার মত।
চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসরে ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। আর ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন