ভিনগ্রহীদেরও পছন্দের ডেস্টিনেশন নগ্ন বিচ!
সমুদ্রের পাড়ে নগ্ন বিচে সময় কাটাতে যাওয়ার ইচ্ছা প্রায় সবারই হয়। তবে সেই একই ইচ্ছা যদি এলিয়ানদের হয়!
এমনই চমকপ্রদ তথ্য সামনে এনেছেন একদল এলিয়ান রিসার্চার।
গবেষকদের চোখে বিষয়টি প্রথম আসে হার্লেচ ও বার্মাউথের মধ্যবর্তী স্থানে মরফা বার্ফায়েন বিচের আকাশে কিছু রহস্যজনক বস্তুকে ঘোরাফেরা করতে দেখে। এমনকি তাদের অত্যাধুনিক যন্ত্রপাতিতে ধরা পড়েছে মাল্টি ইউএফও নেটওয়ার্ক। ফলে গবেষকরা সিদ্ধান্তে এসেছেন এই নগ্ন বিচ এখন ভিনগ্রহীদের আগ্রহ তালিকার শীর্ষে রয়েছে। বিচের মানুষজনও জানিয়েছেন, তাদের চোখেও পড়েছে বেশ কিছু আশ্চর্যজনক আলো। সকাল, রাত অনেক সময়ই প্লাজমা আলো, গোল চাকতির মতো যান ঘুরতে দেখা গেছে বিচের উপর দিয়ে।
কারও চোখে পড়েছে গোল গোল ৫ থেকে ৬টি বস্তু আকাশে ঘুরে বেড়াচ্ছে। তবে বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না আলোগুলো।
পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে অদৃশ্য হয়ে যাচ্ছে আলোগুলো। অনেকে আবার আলোগুলোকে বিমান বা কপ্টারের আলোর সঙ্গেও ভুল করেছিলেন। তবে ভুল ভাঙে LIS Aerial Photography সংস্থার সিইও অ্যান্ডি সালের কথায়। ছবি পরীক্ষা করে তিনি জানিয়েছেন, সেগুলি ভিনগ্রহীদের যান বা ইউএফও।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন