ভিসা ছাড়াই কাতারে যেতে পারবে ৮০ দেশ

ভিসা ছাড়াই কাতারে যেতে পারবে ৮০টি দেশের নাগিরকরা। তবে ভিসামুক্ত কাতারের নতুন ভ্রমণ তালিকায় বাংলাদেশ ও পাকিস্তানের নাম নেই।

বুধবার কাতারের সরকারি সূত্রে ঘোষণা করা হয়েছে, ‘ভিসা-ফ্রি এন্ট্রি’র তালিকায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ ৮০টি দেশ রয়েছে।

এই তালিকাভুক্ত দেশের নাগরিকরা কাতারে যেতে চাইলে, ভিসার জন্য আলাদা করে আবেদন করার দরকার হবে না। ভিসা পেতে টাকাও দিতে হবে না। কাতারে প্রবেশের আগে পর্যটকদের নামে নামে ‘মাল্টি এন্ট্রি ওয়েভার’ ইস্যু করা হবে। এ জন্য কানা কড়িও খরচ হবে না। তবে, ভিসা না লাগলেও বিদেশি পর্যটকদের কাছে ভ্যালিড পাসপোর্ট (কমপক্ষে ছয় মাসের মেয়াদ) এবং রিটার্ন টিকিট থাকতে হবে।

কাতারের সরকারি সূত্রে উল্লেখ করা হয়েছে, ওয়েভার ১৮০ দিন ভ্যালিড থাকবে। এর মধ্যে পর্যটকরা ৯০ দিন কাতারে থাকার অনুমতি পাবেন।

কাতার পর্যটন কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাসান আল ইব্রাহিম বলেন, ৮০টি দেশের নাগরিক ফ্রি ভিসা ওয়েভারের সুবিধা পাবেন।

এর আগে ২০১৬-র নভেম্বরে কাতার ফ্রি ট্রানজিট ভিসা চালু করেছিল।

সূত্র: এই সময়