ভিসা প্রদানে ঘুষ নেওয়ায় মালয়েশিয়ান দূতাবাসের ২ কর্মকর্তা রিমান্ডে
বাংলাদেশি পর্যটক ও শ্রমিকদের ভিসা দেওয়ার বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগে বাংলাদেশস্থ মালয়েশিয়া দূতাবাসের দুই কর্মকর্তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
খবর ফ্রি মালয়েশিয়া টুডে ও দি স্টারের।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) ওই কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা শেষ হবে।
গ্রেফতাররা ঢাকার মালয়েশিয়া দূতাবাসের দুই এনফোর্সমেন্ট এজেন্সি কর্মকর্তা। এদের মধ্যে একজন নারী ও আরেকজন পুরুষ। এই দুই কর্মকর্তাকে এরইমধ্যে বাংলাদেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কয়েকটি সূত্রের ফ্রি মালয়েশিয়া টুডে ও দি স্টারের খবরে বলা হয়, মালয়েশিয়ার দুর্নীতিবিরোধী কমিশন (এমএসিসি) ওই দুই কর্মকর্তার ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেন দেখে তদন্ত শুরু করে। এমএসিসি এরইমধ্যে এ দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট ২০টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে এবং ওই দুই কর্মকর্তারা ৩১ লাখ মালয়েশিয়ান রিঙ্গিত মূল্যের সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে।
মালয়েশিয়ার দুর্নীতিবিরোধী সংস্থার প্রধান তান শ্রী আজম বাকি বলেন্কর্মকর্তাদের রিমান্ডে রাখা হয়েছে। আর মামলাটি এমএসিসি আইনের ধারা ১৭(এ) এবং ধারা ৪(১)-এর আওতায় তদন্ত করা হচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন