ভিসা প্রস্তুত সরকারি সব হজযাত্রীর
সরকারি প্রায় সব হজ যাত্রীর ভিসা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আর বেসরকারি পর্যায়ের প্রায় ৬ হাজার যাত্রীর ভিসা প্রস্তুত। হজ অফিস বলছে, আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে কাজ সম্পন্ন হবে।
এবারের সার্বিক ব্যবস্থাপনায় খুশি হজযাত্রীরা। দিন যত গড়াচ্ছে যাত্রীদের পদচারণায় মুখর হচ্ছে আশকোনা হজ ক্যাম্প।
বৃহস্পতিবার (০৯ জুন) সকাল থেকে হজ ক্যাম্পে ভিড় করেন ১০ ও ১৩ জুনের যাত্রীরা। এদের বেশির ভাগই বেসরকারি পর্যায়ের যাত্রী। প্রাথমিক রিপোর্টিং, করোনা পরীক্ষাসহ যাত্রাপূর্ব যাবতীয় কাজ সম্পন্ন করে এখন শুধু পবিত্র কাবার পথের যাত্রার অপেক্ষায় তারা।
ভিসা পেতে কোনো বিড়ম্বনা হয়নি জানিয়ে সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট তারা।
ঢাকা হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম বলেন, সরকারি ৩ হাজার ২৪২ আর বেসরকারি ৫ হাজার ৮২৮ জন যাত্রীর ভিসা ইতোমধ্যে হয়ে গেছে। ৫ জুন শুরু হওয়া হজযাত্রা চলবে ৩ জুলাই পর্যন্ত।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন