ভূরুঙ্গামারীতে দিনব্যাপি উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত
কুড়িগ্রামের ভূরুঙ্গামালীতে পরিকল্পিত পরিবার গঠন, বাল্য বিয়ে ও কৈশোরে গর্ভধারণ প্রতিরোধ বিষয়ে দিনব্যাপি উদ্বুদ্ধ করণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) সকালে উপজেলা পঃপঃ কার্যালয়ে আইইএম ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকা এ কর্মশালার আয়োজন করে।
কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোদাচ্ছের হোসেনের সভাপতিত্বে কর্মশালায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ এএসএম সায়েম প্রমুখ। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের উপপরিচালক ইফতেখার রহমান। আলোচনা করেন ডাঃ মঞ্জুর রহমান সহকারি পরিচালক।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, শিক্ষক,সাংবাদিক, ইমামসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।কর্মশালায় কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি,নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যত্ন এবং জেন্ডার বিষয়ে আলোচনা করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন