ভেনিজুয়েলায় থানাহাজতে দাঙ্গা ও আগুনে নিহত ৬৮
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/03/venezuela-20180329095407.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ভেনিজুয়েলার একটি পুলিশ স্টেশনের হাজতে দাঙ্গা ও অগ্নিকাণ্ডে কমপক্ষে ৬৮ জন নিহত হয়েছে। কারাবোবো প্রদেশের একটি পুলিশ স্টেশনে এই ঘটনা ঘটে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রধান রাষ্ট্রীয় প্রসিকিউটর তারেক সাব বলেন, কী ঘটেছে অবিলম্বে তদন্ত শুরু হবে।
আমেরিকান গণমাধ্যম দি ব্লেজ এর প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার হাজত ভাঙার উদ্দেশ্যে বন্দীরা দাঙ্গায় জড়িয়ে পড়ে এবং এসময় তারা গদিতে আগুন ধরিয়ে দিলে তা ছড়িয়ে পড়ে।
কারাগারে অগ্নিকাণ্ডের খবর শুনে বন্দীদের স্বজনেরা কারাগারের পাশে জড়ো হলে পুলিশ তাদেরকে টিয়ারশেল নিক্ষেপ করে সরিয়ে দেয়।
রাষ্ট্রীয় কর্মকর্তা জেসাস সানতান্দার একজন পুলিশ অফিসারের অগ্নিদগ্ধের খবর নিশ্চিত করেছেন। এছাড়া পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় কারবোবো রাজ্য শোক প্রকাশ করেছেন বলেও জানান সানতান্দার।
সূত্র: বিবিসি
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন