ভোলায় চাঞ্চল্যকর মসু হত্যা মামলার আরো ২ আসামী গ্রেফতার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/11/Screenshot_20231108-212140.png)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ভোলার বোরহানউদ্দিন পৌর ৪ নং ওয়ার্ডে চাঞ্চল্যকর মোশারফে ওরফে (মসু) হত্যা মামলার ২ আসামী গ্রেফতার করেছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা বোরহানউদ্দিন থানার এসআই ছলিমুর রহমান সহ সঙ্গীয় ফোর্স গত মঙ্গলবার ঢাকা থেকে তাদেরকে গ্রেফতার করেন। হত্যা মামলার আটককৃত আসামিরা হলেন পৌর ৩ নং ওয়ার্ডের বশির পাটোয়ারী ও তার ছেলে সুজন। তারা বোরহানউদ্দিন থানার মামলা নং ০৩/জিআর ২০৫, তারিখ ৩-৯-২০২৩ ইং। এর এজাহার ভুক্ত ৪ ও ৯ নং আসামি তারা। প্রায় ২ মাস পালাতক থাকার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদেরকে আটক করা হয়।
উল্লেখ্য, গত ০২ সেপ্টেম্বর ২০২৩ বোরহানউদ্দিন পৌর বাজার ব্যবসায়ী ও পৌর ৪ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা
মোশারেফ ওরফে মসুকে (৪৫) পিটিয়ে হত্যা করা হয়। হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বাজার ব্যবসায়ী ও এলাকাবাসী। ওই ঘটনায় বোরহানউদ্দিন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মৃত মসুর পরিবার। দীর্ঘদিন পালাতক থাকার পর দুই আসামিকে আটক করেন। চাঞ্চল্যকর হত্যা মামলায় মোট ৩ জন আটক হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন