ভোলায় নতুন করে ১৪ জন করোনায় আক্রান্ত
ভোলায় গত ২৪ ঘন্টায় ৫০ জনরে নমুনা পরীক্ষা করে নতুন আরো ১৪ জনরে শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়ছে।
নতুন আক্রান্তদরে মধ্যে ১০ জন ভোলা সদর, ১ জন দৌলতখান ও ২ জন বোরহানউদ্দনি উপজলোর বাসন্দিা।
এনিয়ে জেলায় মোট আক্রান্তরে সংখ্যা ১৪’শ ৭১ জনে দাঁড়য়িছে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট মৃত্যু হয়ছেে ১৭ জনরে।
বৃহস্পতবিার (১৫ই এপ্রলি) সকালে ভোলার সভিলি সার্জন দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত ১৪’শ ৭১ জনরে মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৪০ জন।এর মধ্যে ভোলা সদর উপজলোয় আক্রান্ত ৯৫৫ জনরে মধ্যে সুস্থ ৬৩৫ জন। দৌলতখানে আক্রান্ত ৭০ জনরে মধ্যে সুস্থ ৫৭ জন। বোরহানউদ্দনিে আক্রান্ত ১৬০ জনরে মধ্যে সুস্থ ১১৫ জন, তজুমদ্দনি উপজলোয় আক্রান্ত ৫৭ জনরে মধ্যে সুস্থ ৪৯ জন, লালমোহনে আক্রান্ত ১১৪ জনরে মধ্যে সুস্থ ৮৫ জন, চরফ্যাশনে আক্রান্ত ৮২ জনরে মধ্যে সুস্থ ৬৭ জন এবং মনপুরা উপজলোয় আক্রান্ত ৩৩ জনরে মধ্যে সুস্থ ৩২ জন।আক্রান্তদরে মধ্যে ২১ জন ভোলা ২৫০ শয্যা জনোরলে হাসপাতালরে করোনা ইউনটিে এবং ২ জন তজুমদ্দনি উপজলো স্বাস্থ্যকমপ্লেক্স এ চিকিৎসা নিচ্ছিন।বাকিরা নিজ নিজ বাসায়চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন