ভোলায় পাচারের সময় ৪ হাজার লিটার সয়াবিন তেল জব্দ
ভোলায় কাভার্ডভ্যানে ঢাকায় পাচারের সময় ২৪ ব্যারেল ভর্তি প্রায় ৪ হাজার ৩২০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। এ সময় ওই কাভার্ডভ্যানের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) ভোরে ভোলার ইলিশা ফেরিঘাট এলাকা থেকে ওই তেল জব্দ করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কেএম শাফিউল কিঞ্জল জানান, ভোলার দৌলতখান উপজেলা থেকে একটি কাভার্ডভ্যানে করে চোরাই তেল ঢাকায় পাচার হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা ইলিশা ফেরিঘাটে অভিযান পরিচালনা করেন। এ সময় ওই কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ২৪ ব্যারেল ভর্তি প্রায় ৪ হাজার ৩২০ লিটার সয়াবিনসহ দুইজনকে আটক করা হয়।
জব্দকৃত তেলসহ ওই কাভার্ডভ্যানের চালক ও হেলপারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার জন্য ভোলা মডেল থানায় হস্তান্তর করা হচ্ছে বলেও জানান তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন