ভোলায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার উদ্বোধন
ভোলায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা উদ্বোধনকালে সাবেকমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘আন্তর্জাতিক বিশ্বে বহুদেশ অর্থনৈতিক বিপযস্ত। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের অর্থনীতি সচল রয়েছে।’
শনিবার সকালে ভোলার উত্তর দিঘলদী ইউনিয়ন, আলীনগরসহ ৭ ইউনিয়নে প্রতি ইউনিয়নের ৪৫০ পরিবারকে নগদ ১০০০ টাকা ও ১০ কেজি করে চাল দেয়া হয়।
ওই অনুষ্ঠানে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন তোফায়েল আহমেদ।
জেলা সদরের ১৩ ইউনিয়নে ৫৮ লাখ ৫০ হাজার টাকা হবে বলে জানান তোফায়েল আহমেদ।
এ কার্যক্রমে দলমত নির্বিশেষে সবাই পাচ্ছে।
এ সময় জেলা প্রশাসকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।
উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক নজরুল ইসলাম গোলদার।
এ সময় সবাইকে স্বাস্থবিধি মেনে চলার আহ্বান জানান তোফায়েল আহমেদ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন