ভোলা থেকে জ্বীনের বাদশা ধরলো যশোর ডিবি
যশোরের ডিবি পুলিশ জ্বীনের বাদশা পরিচয়ে প্রতারণা চক্রের সদস্য মিরাজ হোসেনকে (২৪) আটক করেছে।
রোববার (০১ অক্টোবর) দ্বীপ জেলা ভোলায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মিরাজ ভোলা বোরহান উদ্দিন থানার ফুলকাচিয়া গ্রামের ইয়াসিন পাটোয়ারীর ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, যশোরের ঝিকরগাছা উপজেলার প্রবাসীর স্ত্রী কল্পনা আক্তারকে জ্বীনের বাদশা পরিচয় দিয়ে প্রলোভন দেখায় মিরাজ। মোবাইলে সে জানায় মালয়েশিয়ায় থাকা তার স্বামীকে লটারি পাইয়ে দেবে মিরাজ। এ জন্য মোটা অংকের টাকা দাবি করা হয়। এক পর্যায়ে প্রলোভনের মাধ্যমে ওই নারীর কাছ থেকে বিভিন্ন সময় বিকাশে ৭ লাখ ৪৪ হাজার ৬০ টাকা মিরাজ হাতিয়ে নেয়।
পরবর্তীতে ওই নারী জানতে পারেন মিরাজ তার সাথে প্রতারণা করেছেন। বাধ্য হেয়ে তিনি এ বিষয়ে আইনের আশ্রয় নেন ও ঝিকরগাছা থানায় মামলা দায়ের করেন। এ মামলা তদন্তের দায়িত্ব পায় ডিবি পুলিশ। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় মিরাজের অবস্থান শনাক্ত করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই শেখ আবু হাসান।
এক পর্যায়ে রোববার রাতে তিনি ভোলা জেলার বোরহান উদ্দিন থানা এলাকায় অভিযান চালিয়ে মিরাজকে আটক করেন। এসময় তার কাছে থেকে একলাখ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের এসআই শেখ আবু হাসান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জ্বিনের বাদশা পরিচয়ে প্রতারণার কথা স্বীকার করেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন