ভোলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ৩ দিনের কর্মবিরতি
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/01/FB_IMG_1517131086089-720x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
জুবায়ের চৌধুরী পার্থ : সারা দেশের ন্যায়ে বেতন-ভাতা বৃদ্ধির দাবীতে আজ রবিবার(২৮ জানুয়ারী) বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন(BAPS) এর আহবানে ভোলা পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের আয়োজনে ৩দিনের কর্মবিরতি পালন করছেন ভোলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগন। এই কর্মবিরতি চলবে মোট ৩দিন ২৮,২৯,৩০ জানুয়ারী পর্যন্ত।
কর্মবিরতিতে উপস্থিত ছিলেন, ভোলা পৌরসভার সচিব আবুল কালাম আজাদ, আজিজুল ইসলাম, বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন(BAPS) এর যুগ্ন সম্পাদক বিল্লাল সহ পৌরসভায় চাকুরীরত সকল কর্মকর্তা-কর্মচারীগন।
অনশনে কর্মকর্তা- কর্মচারীরা বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বেতন-ভাতা, বাড়ি ভাড়া, পেনশন সহ রাষ্ট্রীয় সকল সুবিদা ভোগ করছেন। কিন্তু আমরা যারা পৌরসভায় কাজ করছি তারা সরকারি কোন সুজোগ-সুবিদা পাচ্ছি না। দিন রাত ২৪ ঘন্টা গাধাঁর মত পরিশ্রম করেও সঠিক ভাবে মাসের শেষে বেতনটাও মিলছে না আমাদের। আবার অনেক বেতন বকেয়া থেকে যায়। বেতন না পাওয়ার কারনে পরিবার গুলো না খেয়ে মরছে, নষ্ট হচ্ছে ছেলে মেয়ের লেখা-পড়া। যদি এভাবে চলতে থাকে তাহলে পরিবার-সন্তান নিয়ে না খেয়ে রাস্তায় নামতে হবে।
তারা আরও বলেন, সরকার যদি আমাদের এই দাবী মেনে না নেয় তাহলে পৌরসভার সকল সুযোগ-সুবিদা বন্ধ করে দেওয়া হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন