মঙ্গলবার থেকে বেরোবিতে ঈদের ছুটি শুরু
এইচ. এম নুর আলম, বেরোবি প্রতিনিধি : পবিত্র শব-ই-কদর, জুমা’তুল বিদাহ এবং ঈদ-উল-ফিতর উপলক্ষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) মঙ্গলবার (২০ জুন) থেকে ছুটি ঘোষণা করা হয়েছে। সোমবার জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের ডায়েরি ও একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, আগামী মঙ্গলবার (২০ জুন) থেকে ঈদ পরবর্তী বৃহস্পতিবার (২৯ জুন) পর্যন্ত একাডেমিক সকল ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২২ জুন) থেকে ঈদ পরবর্তী বুধবার (২৮ জুন) পর্যন্ত প্রশাসনিক সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
অপরদিকে তিনটি হলের ছেলেদের দুটি হল আপাতত গতবারের মতো খোলা রাখার সিদ্ধান্ত নেওয় হয়েছে। তবে ২৫/২৬ রমজান থেকে ডাইনিং বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন হল দুটির প্রভোস্ট। মেয়েদের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল আগামী বৃহস্পতিবার (২২ জুন) থেকে ঈদ পরবর্তী বুধবার (২৮ জুন) পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন হলটির সহকারি প্রভোস্ট শেখ মাজেদুল হক।
পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটি শেষে ২৯ জুন থেকে প্রশাসনিক সকল কার্যক্রম এবং ১ জুলাই একাডেমিক সকল কার্যক্রম চালু হবে ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন