মঠবাড়িয়ায় মানববন্ধন থেকে বাড়ি ফেরার পথে মারধর : থানায় জিডি

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ছোট মাছুয়া এলাকায় মানববন্ধন থেকে বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য এসআই নাদিম মাহমুদকে নির্দেশ দিয়েছেন মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার।

জানা গেছে, গত ৪ জুন বিকালে তুষখালী ইউনিয়নের ৫ নং মধ্য ছোট মাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। হেমায়েত ও হারুন গং কর্তৃক নিরীহ মানুষদের মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে তিন শতাধিক নারী পুরুষ স্বতঃস্ফূর্তভাবে এ মানববন্ধনে যোগ দেয়। কিন্তু মানববন্ধন থেকে বাড়ি যাওয়ার পথে হেমায়েত হাওলাদারের স্ত্রী মাসুরা (৫০), মেয়ে নিপা (২৮) এবং মজিদ ফরাজীর ছেলে এমাদুল ফরাজী কয়েকজন নারী ও শিশুকে মারধর করে। এরমধ্যে সাথী আক্তার ও তার মেয়ে জুবাইদা আক্তার আহত হয়ে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী সাথী আক্তার (২৮) বাদী হয়ে ১২ জুন মঠবাড়িয়া থানায় একটি জিডি করেন।জিডি নং-৫৯৫ তারিখ-১২/০৬/২০২৩ খ্রি.।