মঠবাড়িয়ায় লাইসেন্সবিহীন সার বিক্রির অভিযোগ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের অবহেলায় লাইসেন্সবিহীন ডিলাররা নিজেদেরকে ডিলার দাবি করে দেদারসে সার ও কীটনাশক ওষুধ বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে। এসব লাইসেন্সবিহীন ডিলাররা বৈধ ডিলারদের কাছ থেকে বেশি দামে সার কিনে কৃষকদের কাছে বিক্রি করায় কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

উপজেলার বান্ধবপাড়া এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, বান্ধবপাড়া বাসস্ট্যান্ডে বৈধ ডিলার থাকা স্বত্বেও সুমন ফরাজী, বান্ধবপাড়া বান্ধার ওপড়ে বাদশা মিয়া এবং বান্ধবপাড়া সিএ্যান্ডবিতে মোঃ মিরাজ মিয়া লাইসেন্সবিহীন রাসয়নিক সার ও কীটনাশক বিক্রি করে আসছে।উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এভাবে প্রকাশ্যে সার,বীজ ও কীটনাশক বিক্রি করলেও কোন পদক্ষেপ নিচ্ছে না কৃষি বি়ভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অফিস ও অফিসারদের ম্যানেজ করে নির্বিঘ্নে রাসায়নিক সার বিক্রি করছেন তারা।

স্থানীয় একজন বৈধ ডিলার জানান,রাসয়নিক সারের লাইসেন্স না থাকা স্বত্বেও রাসয়নিক সার বিক্রি করা সরকারী নিয়ম বহির্ভূত। আমারা ইতোপূর্বে এ বিষয়ে একাধিকবার কৃষি অফিসে অভিযোগ দিয়েছি।তারা আদৌ কোন পদক্ষেপ নেয়নি।অহেতুক অভিযোগ দিয়ে এখন আর কারও শত্রু হতে চাই না।

আলমগীর হোসেন নামে লাইসেন্সবিহীন একজন ডিলার জানান,পতিত সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় সারের ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। দোকান নেই -এ রকম লোককেও ডিলার বানানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া উচিত।

এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন্নাহার সুমী জানান, লাইসেন্সবিহীন ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে খুব শীঘ্রই একটি টাস্ক ফোর্স কমিটি গঠন করা হবে। তারা নিয়মিত অভিযান পরিচালনা করবে।