মঠবাড়িয়ায় ভূমি দস্যুর কবল থেকে উপ-স্বাস্থ্য কেন্দ্রের জমি দখলমুক্ত
মাসুদ রানা, (পিরোজপুর): পিরোজপুরের মঠবাড়িয়ায় ভূমি দস্যুর কবল থেকে উপ-স্বাস্থ্য কেন্দ্রের জমি দখলমুক্ত,আ’লীগ নেতার দখলে থাকা তুষখালী ইউনিয়নের উপ-স্বাস্থ্য কেন্দ্রের জমি অবশেষে দখল মুক্ত করা হয়েছে। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. জামান মিয়া শোভন প্রশাসনের সহায়তায় স্থানীয় ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতার অবৈধ দখলে থাকা পাকা স্থাপনা ও টিনের ঘর উচ্ছেদ করেন।
সংশ্লীষ্ট সূত্রে জানাগেছে, উপজেলার তুষখালী মৌজার ৬৫,৭০ নং দাগে ৯৫ শতাংশ জমির উপর তুষখালী উপ-স্বাস্থ্য কেন্দ্র অবস্থিত। এ কেন্দ্রের মুল্যবান জমি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুন হাওলাদার পৈত্রিক জমি দাবি করে প্রথমে টিনের ঘর করে দখলে নেন। পরে পাকা স্থাপনা নির্মানের কাজ শুরু করেন।
এ ব্যাপারে তৎকালীন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর আলম গত ১৬/০২-১৫ তারিখ ১৬৩/১ নং স্মারকে অবৈধ স্থাপনার বিষয়টি উর্দ্ধতন কতৃৃপক্ষকে অবহিত করেন।এর প্রেক্ষিতে প্রশাসন একাধিকবার নির্মান কাজে বাধা দিলেও সে বাধা উপেক্ষা করে পাকা স্থাপনার কাজ চালিযে যান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পিরোজপুর জেলা সিভিল সার্জন কর্মকর্তার নির্দেশ নিয়ে এ উচ্ছেদ অভিযান চালিয়ে সরকারি সম্পত্তি উদ্ধার করা হয়।
এ দিকে জমির মালিকানা দাবি করে হারুন হওলাদার বলেন,এই জমি আমার পৈত্রিক সম্পত্তি। দীর্ঘ চারবছর ধরে খাজনা ও ট্যাক্স দিয়ে আসছি। আমাকে নোটিশ ছাড়াই ঘর ভাঙ্গা হয়েছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা মো. জামান মিয়া শোভন সাংবাদিকদের বলেন উপ-স্বাস্থ্য কেন্দ্রের ১০শতাংশ জমি দীর্ঘদিন যাবৎ অবৈধ দখলদারদের দখলে। আমরা ওই জমির অবৈধ দখলদারের কবল তেকে মুক্ত করেছি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন