মদনে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত ৩
মদন (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোনার মদনে ট্রাক- সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন আহত হয়েছে। গুরুতর আহত চালক হিরা মিয়া যাত্রী কমল ও খোকন মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।
মদন- নেত্রকোনা সড়কে কেশজানি গ্রামের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নেত্রকোণা হতে সিএনজি যাত্রী নিয়ে মদনের উদ্দেশ্য আসার পথে সিলেটগামী ট্রাক ভর্ত্তি ধানের কুড়া নিয়ে নেত্রকোণার যাওয়ার পথে কেশজানি গ্রামের সামনে পাকা রাস্তায় ট্রাকের স্টেয়ারিং কাজ না করায় এ দুর্ঘটনা ঘটে। এতে তিনজন গুরুতর আহত হয়।
আহতদের উদ্ধার করে মদন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ সময় পথচারীরা ট্রাক চালক মিজান ও ট্রাকটি আটক করে পুলিশে দেয়।
মদন থানার ওসি নাঈম মো: নাহিদ হাসান জানান, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। ট্রাকটি আমাদের হেফাজতে রযেছে। মিজান নামে একজন চালককে আটক করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন