মদিনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/05/171909hasina_2kalerkantho_pic.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
‘আরব ইসলামিক আমেরিকান সামিটে’ যোগদান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর রওজা জিয়ারত করতে সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে মদিনায় পৌঁছেছেন। সৌদি বাদশাহর আমন্ত্রণে ‘আরব ইসলামিক আমেরিকান সামিটে’ যোগ দিতে শনিবার রাতে রিয়াদে পৌঁছান বাংলাদেশের প্রধানমন্ত্রী।
সোমবার স্থানীয় সময় বেলা ১১টা ২৫ এ সৌদি রয়্যাল ফ্লিটের একটি উড়োজাহাজে করে মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান সৌদি আরবের ডেপুটি প্রিন্স সৌদ বিন খালেদ আল ফয়সাল।
প্রধানমন্ত্রী মসজিদে নববীতে জোহরের নামাজ আদায় করবেন এবং পরে মহানবীর (সা.) রওজা মোবারক জিয়ারত করবেন। সন্ধ্যায় আকাশ পথে জেদ্দা গিয়ে পরে সড়কপথে মক্কায় পৌঁছে ওমরাহ পালন করার কথা রয়েছে তাঁর।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন